ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

মার্চে আসছে অরণ্য পলাশের ‘গন্তব্য’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গন্তব্য’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তরুণ পরিচালক অরণ্য পলাশ। ছবিটি প্রযোজনা করেছে সুইট চিলি ফিল্মস। তাদের কাছ থেকে মালিকানা স্বত্ব নিয়ে বিপণনের দায়িত্ব নিয়েছে আনোয়ার আজাদ ফিল্মস।


বাংলাদেশ ও কানাডা ভিত্তিক এই প্রযোজনা সংস্থা জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে বাংলাদেশে মুক্তি দেয়া হবে ‘গন্তব্য’। এরপর বিশ্বের অন্যান্য দেশে। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, জয়ন্ত চট্টোপাধ্যায়, আইরিন, এলিনা শাম্মি, কাজী রাজু, আফফান মিতুলসহ অনেকে।


ইতোমধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনায় এসেছে এই ছবিটি। গত বছর সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও অনিশ্চিত হয়ে পড়ে ছবিটির ভবিষ্যত। ‘গন্তব্যে’র মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় করোনা ও অর্থ। সেসব বাধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ছবিটি।

ads

Our Facebook Page